শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

ত্বকি হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ত্বকি হত্যা মামলায় আজমেরী ওসমানের গাড়িচালক গ্রেপ্তার 

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকি হত্যা মামলায় আজমেরি ওসমানের গাড়িচালক জামসেদ শেখকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১১ সেপ্টেম্বর) ঢাকার মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

র্যাব -১১ এর অধিনায়ক লে. কর্নেল তারভীর মাহমুদ পাশা গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। র্যাব জানায় ত্বকীকে অপহরণের পর হত্যার সঙ্গে তার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। 

এর আগে ত্বকি হত্যা মামলার অপর তিন আসামি মামুন মিয়া, কাজল হাওলাদার, সাফায়েত আলম শিপনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। র্যাবের তদন্ত তালিকায় তাদের নাম ছিল বলে র্যাব জানায়। 

তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শিপন ও মামুনকে ৬ দিন এবং কাজলের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাদের র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরের শায়েস্তাখান রোডস্থ সুধীজন পাঠাগারে যাওয়ার পর থেকে ত্বকি নিখোঁজ হয়। পরে ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনি এলাকা থেকে ত্বকির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ত্বকীর পিতা রফিউর রাব্বি বাদী হয়ে অজ্ঞাত আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা করেন। 

টিএইচ